বাণী ০৭৫ঃ


অনন্তের পথযাত্রায় হয়তো সাজানো থাকবে
সিঁড়ির মতো আমাদের জীবনের পূণ্য আর পাপ;
স্মরণে আসে মহানবীর বাণী,
"অনন্তের পথযাত্রায় কবর হচ্ছে প্রথম ধাপ" ।


বাণী ০১৮ এবং ০৮৩ঃ


রাসূল বলেছিলেন,
"নম্রতা ও ভদ্রতাই ধার্মিকতা" ।
ইসলাম কী? জিজ্ঞেস করায় মহানবী বললেন,
"সত্য ভাষণ ও বদান্যতা" ।


বাণী ২১৬ঃ


কখনোই হওয়া উচিৎ নয় সেরকম কোনো মেহমান,
গৃহকর্তার অসুবিধা করে, যে করে দীর্ঘদিন সেখানে অবস্থান।


বাণী ৩৬০ঃ


নারী অধিকার অলঙ্ঘনীয় নিশ্চয়,
দেখো, নারীর অধিকার যেন রক্ষা করা হয় ।


বাণী ৪২৯ঃ


রাসূল বাণীর আলো যদি মোদের মাঝে জাগে,
সব শ্রমিকের মজুরী দেবো ঘাম শুকানোর আগে।
(ঘাম শুকানোর আগেই শ্রমিকের মজুরী দিয়ে দাও)


বাণী ৪৩৪ঃ


তুমি কি ভালোবাসো তোমার স্রষ্টাকে ?
তাহলে ভালোবাসো আগে তোমার স্বজাতিকে ।


বাণী ৪৩৬ঃ


বিদ্বানের কলমের কালি সবার জন্য মিত্র,
শহীদের রক্ত থেকেও সে কালি পবিত্র ।
(বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র)


বাণী ৪৪৮ঃ


"নাস্তিকদের অভিশাপ দিন, ইয়া রাসুলুল্লাহ !"
রাসূল বললেন, কাউকে অভিশাপ দিতে পাঠানো হয়নি,
আমাকে পাঠানো হয়েছে মানুষের জন্য যে রূপে,
তা হচ্ছে করুণা।


বাণী ৪৫০ঃ


হে মহানবী, বেহেশত কী?
নবীজি বললেন, বেহেশত তা-ই, চোখ যা দেখেনি,
কান যা শোনেনি, এমনকি মানুষের চিন্তায় যা আসেনি ।


(০৪.০২.২০২২)