মানবের ইতিহাসে
আজ অবধি, কোনো রাষ্ট্রপ্রধান,
রাজা-বাদশাহ,পায়নি সমগ্র জনতার
শতভাগ শ্রদ্ধা-ভালোবাসা;
কোনো রাষ্ট্রনায়ক-কে, এ অসাধ্য
সাধনে, ক্ষমতা দেয়নি মানবের স্রষ্টা।


কলহ শুনে যেমন ভাবে প্রতিবেশী,
‍‌'পরিবারটির শান্তি বিনষ্ট'; তেমনি
তোমার; বিরতিহীন বিদ্রোহ পড়ে
বিশ্ব প্রতিবেশীরা খুশিতে মরে,
'বাংলাদেশ জাতি আজ অতিভ্রষ্ট'।


পাঁচদিন যদি লেখো বিদ্রোহ কথন;
অন্তত, দু’দিনতো ছড়াও মাতৃভূমির
গৌরবের সৌরভ; নতুবা সাম্প্রদায়িক
বাঁদরেরা সব, ছড়াবে অশ্লীল পরিহাস্যসুখে,
বাংলাদেশের ভ্রষ্টাচারিতার গুজব।


দুঃশাসনে তোমার যৌক্তিক
দ্রোহকাব্যের সাথে, বাংলাদেশের
সম্মান মেশে ধূলোয়; ফলে;
বৈশ্বিক কিছু কাপুরুষেরা বলে,
'নিশ্চয়! - ভ্রষ্টাচার জর্জরিত পুরো
বাংলাদেশ জাতির হৃদয়।'


আমরা দেশপ্রেমিক যারা,
তোমাদের দ্রোহ শব্দদ্বারা, খসে
পড়তে দেখি, জন্মভূমির সুখতারা;
বিবর্ণ হয় লাল-সবুজের পতাকা,
হৃদয়ে বহে শোকার্ত এক গভীর কান্না।


(২২.১০.২০২০)