সোমলতা আর যে কিছু দেখিনি ভেবে,
তুমি আমার মনের অরণ্যে ছূটে চলেছো এক চিত্রল হরিণী,
যেন তোমার দুরন্ত খুশি কখনো যাবে না থেমে
আসতে দেবে না বিষন্ণতা আর কোনোদিন আমার মনােভূমে;


সোমলতা আর যে কিছু ভেবে দেখিনি,
তোমার চোখে স্বচ্ছ জলের বয়ে চলে নদী,
সেখানেই তো আমার আজ বেঁচে থাকার সুললিত মর্মর ধ্বনি;


সোমলতা, মনোভূমে আমার পুড়ে গেছে যে বনভূমি,
তোমার কোমল আঙুলগুলোর স্পর্শে,
ফিরে পেয়ে প্রাণ ধীরে ধীরে আবার নিঃশ্বাস নিচ্ছে;


সোমলতা তুমি ভেবে দেখেছো কি?
আমি যখন দহনে দহনে দুয়ার জানালা বন্ধ করে হয়েছি বন্দী,
তখনই তুমি যেন দূর নক্ষত্র থেকে এসে বললে,
জীবন যে এরকমই, অনেক পরাজয়, অনেক ভালোবাসা, যুদ্ধ আর সন্ধি।


(১১.১২.২০২১)