সোমলতা কখনো কী তোমার
চোখের 'পরে
জ্যোস্না রাতের মেঘের মতো
বয়ে যায় স্বপ্ন ?


যেন কোনোদিন আমি সিংহ সম্রাটের মতন
শাসন করবো আফ্রিকা,
তোমার ঘন মনোভূমের অরণ্য;
আর তুমিও ওড়াবে শাড়ির আঁচল
নিভৃত বন-রাজ্যের প্রাসাদ অলিন্দ থেকে,
দ্রৌপদীদের মতো সতীত্ব সুখে;


মাঝে মাঝে পথহারা পথিক
যাবে আশ্চর্য থমকে !
তুলবে আমাদের এ গহীন গল্প
ছড়াবে সে প্রেমহীন পৃথিবীর বুকে ।


(০৮.০৩.২০২২)