১.


সংখ্যাগরিষ্ঠের স্রষ্টাই শ্রেষ্ঠ,
সংখ্যালঘুর স্রষ্টারা, কোনোক্রমেই শ্রেষ্ঠ নয়;
সংখ্যালঘুরা পিপীলিকা গোত্রীয়,
ওদের দলে পিষে মেরে ফেলতে পারো,
        কোনোও বিচারেই ওরা মানুষ নয় ।


২.


সংখ্যাগরিষ্ঠের স্রষ্টা নাকি বলে,
আমার ধর্ম সঠিক, বাকিসব কোনো ধর্ম নয়;
আবার সে বলে সকল সৃষ্টিই তাঁর সৃষ্টি,
তাহলে সংখ্যালঘুর ধর্ম কেনো ধর্ম নয়?


৩.


সংখ্যালঘুদের স্রষ্টাগুলো
গরিষ্ঠের চোখে মনে হয় নিতান্তই লঘু,
তাই গরিষ্ঠের বান্দাগণ করতে পারে ষড়যন্ত্র,
দিতে পারে অন্যায্য হুংকার,
আর ছুঁড়ে মারতে পারে থুথু;
এই ক্ষেত্রে রাষ্ট্রে রাষ্ট্রে,
সংখ্যালঘুদের নেই যেনো কোনো অধিকার!
তাই তারা ভীত সন্ত্রস্ত লজ্জিত করজোড়ে
সয়ে যে যায় অনাদিকাল ধরে,
ঐ রাক্ষস গরিষ্ঠ গোষ্ঠীর অত্যাচার;
এই যে অহেতুক অন্যায়
অবস্থানগত ব্যবধান সমাচার,
একেই বলে অসাম্যের এ পৃথিবীতে,
ধর্ম অন্ধ মানবতাহীন এক অন্ধকার ।


(18.10.2021)