আমি ঈশ্বরের কাছে আসিনি
আমি এসেছি তোমার কাছে;
কেননা ঈশ্বর আমাদের জন্ম সূচনাতে
এই পেশল মুষ্ঠিবদ্ধ পাঞ্জা
আর আমাদের সবল পায়ের শেকড়ে
প্রোথিত করেই দিয়েছিলেন,
বুক মাথা উঁচু করে মানব রূপের অংহকারে
পৃথিবীর মাটির ওপর দাঁড়াবার
পূর্ণ অধিকার;


আর তোমাকে দিয়েছিলেন সৌভাগ্য,
রাজ্য শাসন আর নাগরিক অধিকার সুরক্ষার
ও বন্টনের উচ্চ সম্মানীয় অধিকার;


অথচ তুমি তাকে বানালে লোভাতুর এক তলোয়ার !
কাটছো আমাদের পেশল পাঞ্জা, সবল পা, মাথা-ঘাড়,
যেন তুমি শিষ্যত্ব পেলে পৃথিবীতে কোনো দুর্বৃত্ত দেবতার;


অথচ বয়ান করে চলো স্রষ্টার শ্রেষ্ঠত্বের আর তাঁর সুবিচার;
কিন্তু সরল নাগরিকের নিথর চোখেরা দেখে,
বিশ্বাস করেছো যে তোমরা সত্যিকার,
পৃথিবী জুড়ে একমাত্র শক্তিশালী সাম্রাজ্য
আর সর্বক্ষেত্রেই প্রাধান্য শুধু ইবলিশের অধিকার;


পৃথিবীতে সাম্য-সুখে এ জীবন উপভোগের
স্রষ্টার দেয়া যে অধিকার;
কখনো যেনো হলো না তা সুবর্ণ তিলক
সরল নাগরিকের দুর্ভাগা কপালে আর।


(২৯.০৩.২০২২)