সুলেল পাটাতনে সাজাও ধিক্কার,
রঙধনু সাত রঙে রঙিন করো চিৎকার,
মোলায়েম পাপড়ি হোক বিদ্রোহ তীর;
মাখনের মতো গলে যাক সহসাই,
অথবা এক পশলা বৃষ্টির ঝির ঝির,


কেনো রাখা দায়ভার?_ সৃষ্টি কিংবা অনাসৃষ্টির;


সুকান্তের বিদ্রােহের গান, চরমপত্র ঝলসানো রুটি;
নজরুলের লৌহ কপাট, আরশ ছেদিয়া, চির উন্নত শির;


আর কি প্রয়োজন বলছো কারা, আজ সে সকল শ্রেষ্ঠ কৃষ্টির?


তড়িঘড়ি আমরা প্রতিদিন, এবং দুর্দান্ত লজ্জাহীন,
কর্পুরের মতো উবে যায় সবার, নেই কারো কোনো দায়ভার,
স্ব-চমৎকার সব আমাদের,_ সৃষ্টি কিংবা অনাসৃষ্টির।


(৩০.০১.২০২১)