চঞ্চলা হরিণীর মতো ঝাঁপিয়ে পড়লো এসে;
তারপর দুরন্ত সাদা ঘোড়া,দিলো যে উড়াল,
আমি এক সুখ টান দিতেই দেখি; ঐ কালো
অন্ধকার আর চাঁদ; একসাথে নাচে মাতাল!


এবার শুরু হয় পরব, অবগাহনে নিমজ্জন,
দ্রুত ওঠে পর্দা, পতিত হয় ছন্দে আচ্ছাদন;
ফসফরাস এর মতো জ্বলে, সফেদ জমিন,
হাসে সে ভাস্কর্য; কবি আমার!সুখ টান দিন;


কবিরা আজব জন্তু, সর্বসাধনে স্পিরিচুয়াল;
মুগ্ধ বাঁক স্পর্শ গন্ধে, পঙক্তি খোঁজা এক টাল;
নিভে রিরংসার প্রেত,
              চিত্রপট মুছে যায় অকাল,
হেসে ওঠে শ্লেষ,
        মানুষ হলেই যত সুখ, চিরকাল ।


(07.06.2020)