আমি স্মৃতি ভ্রমনের জন্য প্রস্তুত হলাম
এই স্মৃতি ভ্রমন হবে রাউন্ডট্রিপ, লক্ষ আলোকবর্ষ
ঐ দূরত্বই যেন সঠিক অনুমাপ, এবং সংশ্লিষ্ট অনুতাপ


আমার লক্ষ্য, অতীতের একটি জীবন্ত ফুল বা পুষ্পকলি
আজও আছে, অন্য মাত্রায়, বিভাজনের কোনো সমুদ্র পারে
দাড়িয়ে; হয়তো অপেক্ষা নয়তো নয়;কিন্তু এই মুহূর্তে সে
আমার অভীষ্ট নয়; নির্মল আচ্ছাদনের তলে পড়ে থাকা,
নিষ্পাপ সময়টিতেই চাই, আমার স্মৃতি ভ্রমনের দুর্যোগ


পরে নিলাম অশ্রু নিরোধক বর্ম
স্মৃতির শব্দধ্বণিরা যার কাছে যেরকম
এর কম্পন মাত্রার কোনো নির্ভরতা নেই
লবণ সমুদ্র জেগে উঠতে পারে ভয়ংকর,
উম্মাতাল!, চেরনোবিলের মতো লক্ষটন ধাতুতে
চেপে রাখা অতীত শবাধার, স্মৃতির সামান্য টোকায়
বিস্ফোরণে ঘটাতে পারে অদমনীয় উদগীরন
আমার আভিজাত্যের নগ্ন জীবনে, অন্যায্য এ নেত্রনিঃসরণ
পরিহার্য; বরং গাম্ভীর্যের কাঠ শুষ্কতাই সবাইকে দেয় ভরসা
স্মৃতির উৎস বালখিল্য শোনালেও, তা হয়ে যেতে পারে
অস্থিতিশীল আলোড়ন; কখন কি হয়ে যাবে বলা যায় না
মৃত্যুর শোক যেমন, বোঝে না গভীরতা একজন মানব আরেকজনেরটা


শুরু হলো আমার যাত্রা
অনন্ত আলোকবর্ষ দূরে পড়ে থাকা নিবিড় অতীতের দিকে,
ক্ষুদে ফুল বৃন্তের মতো পাপহীন অতীতে
এগিয়ে আসছি নিকটে,
যেমন আসে ফ্রক পরিহিতা,
আমার কোমল বান্ধবী
আমার বাড়ীর দেয়ালের ওধারে, থামে,
দু'দিন পূর্বে অভিমান হয়েছিলো আমার,
যে কারণেই হোক, বিচার্য নয়;
বিচার্য শুধু এই, অভিমান হয়েছিলো
তাই হয়তো দ্বিধা জড়ায় তার বালিকা মনে, পায়ে
আমার নিশ্চুপ অহংকারে নিথর, দেয়ালের
এপাশ; বালিকা বুঝতে পারে আমার শোক
আমি পৌছে গেছি; এখনি বলবে, রূপকথার মতো
ভেসে থাকা, আমার ক্ষুদে অতীত বান্ধবী,
এখনি শুনবো, তার কান্না মিশ্রিত অনুভব,
গোড়ালি উচু হয়, এবং একটু উচু করে
তার শুভ্র গ্রীবা, এখনি বলবে,
মিষ্টি প্রতিধ্বনির মতো এখনি,


“লিসেন টু মি.....আই মিস ইউ.....প্লিজ,
আই মিস ইউ.. ডে বিফোর ইয়েসটারডে...সরি...
প্লিজ...আই লাভ ইউ...


আমার অশ্রু নিরোধক বর্ম কেঁপে ওঠে থর থর
আমি অস্থির হাতড়াতে থাকি প্রত্যাবর্তন সুইচ
এখনি পালাতে হবে, এক্ষুনি!, এই ধসনামা স্মৃতি
হতে, লক্ষ আলোকবর্ষ দূরে নিরাপদ সৌখিন ভবিষ্যতে,


সব কিছু ভেঙ্গে পড়ার আগে।


(২৪.০৫.২০২০)