ফিরে আসবে আবার জীবনের সকল নির্যাস
দিস টু,_ শ্যাল পাস;  (this too shall pass)


এই দুঃসময়টি অতিবাহিত হবে;
করোনা মৃত্যুজীব ইতিহাসের পাতার পথে একদিন হারিয়ে যাবে;
আমাদের সব বন্ধ দরজা জানালা খুলে যাবে, সশব্দ উল্লাসে!
তোমার হাতের মুঠিতে ধরা কষ্টরা
আমার রাত্রির আকাশে নিবিড় নক্ষত্রমালা হবে;
অন্ধকার দিনগুলো সব শুদ্ধ হবে অমিয় আলোকে;
এখন বইছে যে ঝড় তা দূরীভুত হবে;
তোমার মুখের বহুকাল কান্নার দাগগুলো বিলীন হবে;
ওদিকে নদীর কান্নারা সুখস্রোতের মাঝে ঝিকমিকিয়ে হেসে উঠবে;


অনৈক্যের শত পতাকা উড়বে উন্মাতাল ঐক্যের বাতাসে;
আজকের ভীতিকর অট্টহাসিরা ফাঁসির দড়িতে নিথর হবে;
রক্তগন্ধী বাতাসে একদিন,
রক্তগোলাপের পাঁপড়িরা উড়বে আর ছড়াবে সুগন্ধ;
ভেঙ্গে যাওয়া ডানাগুলো মেলে দেবে পাখা একদিন আবার
আমাদের যৌথ স্বপ্নীল আকাশে;


ফিরে আসবে আবার হারিয়ে ফেলা সকল বিশ্বাস
কাটবে বিপন্ন আঁধার,_ দিস টু শ্যাল পাস।


(২৩.১০.২০২০)