অবজ্ঞা এ শব্দটির প্রকৃত আঘাত
দেবার জন্য তোমাকে ধন্যবাদ ।
ধন্যবাদ তোমাকে যখন প্রশ্নের উত্তরে
স্পষ্ট করে তোলো অনবদ্য অহংকার ।  
দেশপ্রেমিক ও দেশদ্রোহীর বন্ধুত্ব
অনুপম দক্ষতায় চিত্রায়নের জন্যেও
তোমাকে অসংখ্য ধন্যবাদ ।
ধন্যবাদ এবং ধন্যবাদ এ জন্যও
রক্তের এ হৃদয় যখন আবিষ্কার করে
তোমারটি পাথরের খন্ড ।

তোমার ভঙ্গিমা, চপলতা, মন ও শিল্পের
অনন্য মহিমা, আমার কুন্ঠিত শিল্প স্পর্শে
সৃষ্টি করি সেসবের যত অনুবাদ,
নেই সেখানে তোমার প্রেম
বর্ং মুখ্য করে তোলো অভিযোগ,
তর্ক এবং প্রতিবাদ,
অথচ কী ইচ্ছাকৃত অসনাক্ত রেখে দাও অনুরাগ,
তার জন্যেও তোমাকে আন্তরিক ধন্যবাদ  ।

(০২.০৬.২০২৫)