মনে পড়ে হুমায়ুনের নায়িকা রজনীর কথা;
তার নাকি এমনই রূপ লালিত্য,
সে থুথু ফেললেও সে দৃশ্যের লালিত্য শৈল্পিক হয়ে উঠতো,
নায়ক তার মুগ্ধতার মাঝ থেকে বলতো,
আরেকবার থুথু ফেলো তো রজনী;


তেমনই তোমার বলা "ধুর";
সেদিন সে শব্দ কষে এক চড় লাগালো আমাকে;
আমি মুহূর্তটির ধাক্কায়
নিভে গেলাম হঠাৎ ঘরের বিদ্যুত চলে যাবার মতো;
নিজেকে সামলে উঠতেই দেখি আমি আগুন জ্বালাচ্ছি
পৃথিবীর সকল প্রেমের মিনার আর বন্দর,
চেঙ্গিস খাঁ এর মতো বর্বরতায়
কাটছি সকল প্রেম পিয়াসীদের ধড়;


কিন্তু প্রিয় নারী বেশীক্ষণ পারিনি, তুমি যে আরেক রজনী;
তোমার "ধুর" কে বুকে নিয়ে শুয়ে গেলাম
পৃথিবীর ঘাসের বিছানায়, খুঁজেছি "ধুর" এর লালিত্য
ঝিকিমিকি তারায় তারায়;


ইতিহাসের সকল প্রেমের পাতায়
                          নর, নারীদের কাছে অসহায় ।


(৩০.০৪.২০২২)