যতবার তোমার নামের সম্মুখীন হই,
মুখে মুঠোফোনে কাগজে বা আন্তর্জালে
যখনই যেভাবে
অনুভূতির এক অদ্ভুত আঘাতে
মৃদু প্রকম্পিত হই ।


অনুরাগ আর বিরাগের এই অচলাবস্থার মাঝে
অপ্রাপ্তি এবং সম্ভাবনার বিভাজিত এক বোধে
শিহরণ ও অবজ্ঞার কী এক মারাত্মক মিশ্রণে
শুধুই ফাঁদ বন্দী হই।


অসহায়ত্বের এক নীরব নিথর হাহাকারে
কোন এক প্রশমনের সন্ধানে
ছুটে যাই কবিতার সমৃদ্ধ দেয়ালে
আর অযোগ্য কবিতা লেপনে উদ্যত হই।


যতবার তোমার নামের সম্মুখীন হই ।


(২৮.১০.২০২৩)