এই বেদনার্ত দিনগুলোতেও
তুমি জল বুদবুদের মতো আঘাত হানো ।
তুমি কী জানো
ইচ্ছে করলেই লিখতে পারি আজ
সাত খন্ডে দুঃখের পদাবলী ?
পূর্ব পশ্চিমের কালজয়ী মহাকবিদের ছাড়িয়ে।
আমি এই কষ্টের কাল পেরিয়ে
হতে চাই নদীদের বেদনা শুষে নেয়া সমুদ্র ।
অথচ দূর নক্ষত্রের মতো ক্ষুদ্র জানি
তোমার চোখে আমার যত অভিমান ।
আমি চেষ্টা করি আপ্রাণ
রেনেঁসা যুগের মতো বিরহী সুর হোক
যত আর্তনাদ আছে এ বুকে জমানো।
অথচ তুমি কি জানো
এই বেদনার্ত দিনগুলোতেও
তুমি কবুতরের পাখার প্রবল ঝাপটার মতোন
আঘাত হানো।


(২০.১০.২০২৩)