আমি যে নই তুচ্ছ কীট নর্দমার,
জনক ভাঙার ধর্ম আমার মন করে না অন্ধকার;
এবং কখনো ভেঙ্গে যাবে না বাঙালির হৃদয়ে
রমনা বটমূলের অঙ্গীকার;


আমার ইসলাম নিভৃতে আছে হৃদয়ে,
আমি তা করি না চিৎকার বারেবার;
কেননা এদেশে আছে আমার ভাই, হিন্দু বৌদ্ধ খৃষ্টান,
এই বাংলাদেশ, তাদেরও অধিকার তাদেরও আছে অবদান,
বাংলাদেশে আছে বাঙালি মুসলমান, নয় উগ্র কোনো জাহান;


এবং আমি কবি, তবু লেগে থাকে পিছে কিছু অসভি,
নীল কাক এবং ফেউ,
ভালোবাসেছি কবিকে, যখন লিখেছে সে, সারা অঙ্গে ঢেউ,
এবং ভালোবাসেছি তখনও, যখন লিখেছে বখতিয়ার;


কিন্তু মূর্খ পাতে খাচ্ছো শুধু, বখতিয়ার, বখতিয়ার!


আমার ইসলাম নয় উগ্র, নয় বেয়াদপ, নয় হিংস্র আচার;
আমাকে আল্লাহ বলেনি,
দাও অহেতুক চিৎকার, হুমকি এবং ঝলসাও তলোয়ার;
কখনো পাবে না খোঁজ, অভিজাত ইসলামের নক্ষত্রমালার।


(১৭.০১.২০২১)