মাঝে মাঝে মানব
হয়ে পড়ে ভালোবাসার কাঙাল;
নদীর জল শোনে নিশ্চুপ হয়ে
               কাঙালের দুঃখ;
মৌন পাহাড়ও পাতে কান,
গোধূলির কোমলতা ছড়াতে থাকে সূর্য;


সান্ধ্য বাতাসে শোনা যায় সহমর্মি স্বর;
চাঁদ তার রূপালী আলো
                  আরো নিবিড় করে ঝরায়,
যেন কাঙালের দুঃখ.....
                 সে আলোতে মিলিয়ে যায়;


নক্ষত্র আর জোনাকিরা পরাতে চায়
                    জ্বলজ্বলে সান্ত্বনার মুকুট;
অরণ্য তার গহীনে দিতে চায়
                      উপশমের জন্য আশ্রয়;


শুধু ভুল করে ফেলে কাঙাল,
               যখন সে মানবের কাছে যায়;
হৃদয়হীন মানবের হিংস্র নখরে,
ভালোবাসার কাঙালের তৎক্ষণাৎ মৃত্যু হয়।


( জানুয়ারি, 2021)