ভেঙ্গে দাও অচলায়তন;
বহুরূপী হও তুমি ওদেরই মতন;
দেগে দাও তোমার নীরব কামান,
সাজাও ছক, পাতো ফাঁদ, সমানে সমান;


ওরা কত ভেক ধরে থাকে;
আমাদের বেঁচে থাকার সুখের তরীকে,
            চড়াতে নিয়ে আটকে রাখে;


কাক ও কুমির আসে প্রতিনিয়ত দরবার থেকে,
আমাদের মৃত্যু নিনাদে ওরা হয় আত্মহারা;
আমরা নির্বিবাদে কবর খুঁড়ি,
আমাদের অভিশাপ কোনো কাজে আসে না;
ওরাও খুঁড়বে কবর, যদি হতে পারো তোমরা,
অচলায়তন ভেঙ্গে দেয়া কিংবদন্তীর গেরিলা;
প্রেমিকের মতো চুম্বন করো যদি,
মৃত্যুধারী এবং সত্যনাশী প্রতিটি হুলিয়া;


ভাবছো বুঝি কি করে যাই, কি করে হারাই,
                      জীবন যে বড় দামি;
তাহলে থাকো নিশ্চুপ,
               এবং হয়ে থাকো ওদের পণ্যকামী;
ঘুণপোকাদের মতো জীবন কাটাও,
নিজ অন্তরের আহাজারি,
নির্ভার নিয়তির মতো_খুটে খুটে খাও;
তোমার মানব নামটি হোক তবে_ নপুংসকের আরতি,


এর মাঝে জীবন, থেকে যাক দারুণ বিপদগামী।


(১২.০১.২০২১)