এক যে আছে মেয়ে      নাম তার ময়না      পড়াশুনা করতে সে   কক্ষনো যে চাইনা।। সকাল দুপুর শুধু খেলা,পড়তে বসতে চাইনা,পড়তে বসার কথা বললে,জুড়ে         দেয় সে কান্না  ।।     এই ভাবে সকাল দুপুর,কোন রকমে কাটাতে সে চাই,সন্ধে হলেই টেলিভিশন,দেখতে      যে বসে যাই ।।        রাতের বেলা খাওয়ার পর,গল্প তার শোনা চাই,গল্প শোনা না হলে,ঘুম যে চোখে নাই ।।        এই ভাবে রাত কাটিয়ে,সকাল বেলা হলে,আবার তখন পুনরায় তার,খেলা যে চলে।।এই ভাবে চলতে চলতে হঠাৎ,একদিন হল তার ক্যন্সার,ডাক্টার বলে দিলো তখন,এর নেই কোন অ্যন্সার।।২৭ শে বৈশাখ ময়না ছাড়ল,তার শেষ নিঃশ্বাস,এই হল আমাদের আদরের,ছোট ময়নার ইতিহাস ।।