সব মিশে গেছে স্বপ্ন
আঁধারে অন্ধকারে
চেনা মানুষকে যেন
অচেনা লাগে,


তবুও, স্বপ্ন যে মানে না কিছু
ছুটে চলে দূর থেকে দূরে,
অন্তহীন সীমানা পেরিয়ে-
মানেনা বাধা, অবাধহীন দুঃসাহসী  যাত্রা,


সব মিশে গেছে স্বপ্ন
আঁধারে অন্তরালের
চেনা মানুষকে তাই
অচেনা লাগে,


ভেঙে ফেলে সব দুরাশা
শুধু একটাই স্বপ্ন আশা
মিশে যায়, যাক না তবুও
বাধে স্বপ্ন, ঘন কুয়াশা।