ভালবাসা ভাল আছে
ভালবাসার নগরে,
ইচ্ছে গুলো জ্যান্ত আছে
ধোঁয়ার পশরা ঘিরে ।


সুখ তারা জ্বলে আছে
দূর আকাশ কিনারে,
চেনা পথ থম্কে আছে
ঘুটঘুটে আঁধারে,
চাঁদ একা ঢাকা আছে,
অমাবস্যার ঘোরে,
ভালবাসা ভাল আছে,
ভালবাসার নগরে।


কত মুক্ত আছে সুপ্ত
সাগর অতলে,
কত ফুল পড়ে ঝরে
গ্রীষ্মের অনলে ।
মতাল একা কথা বলে
নেশায় আত্মভোলে,
দুঃখ গুলো বুকজুড়ে
জ্বলছে দ্বাবানলে,
ভালবাসা হেরে গেছে,
আবেগের ভুলে ।


কাল পেঁচা ডাকে বসে
পাতার আড়ালে,
অলক্ষ্মী এসে শেষে
মনলক্ষ্মী তাড়ালে,
মর্যাদা পেল ভালোবাসা,
ব্যর্থতার ছলে।