ছোট্ট সে ডাক,মহিমা অপার
জুড়ায় প্রাণের ব্যথা।
শত অপরাধ,শত অজুহাত
তাঁর কাছে সব ক্ষমা।


হাজার দুঃখ,হাজার কষ্ট
বুঝতে দাও নি কিছু।
আশীর্বাদের আঁচল তলে
ভুলে গেছি সবকিছু।


মমতা মাখা মুখটি তোমার
ভুবন ভুলানো হাসি।
'মা'-ডাকে যে সকল কষ্ট
চলে যায় দূরে চলি।।