আজকে অফিসে না গেলে হয় না?
"না গিয়ে করবো কি"?
কেন? একদিন যে বলেছিলে
আমার ভালোবাসা নিয়ে এক নকশী কাঁথা. বুনে দিবে? শীতকাল এসে পরলে কিন্তু
লাগিয়ে দিব হাউকাও
"হুম, সে তো শর্ত সাপেক্ষ, যদি তোমার কবিতায়
আমাকে একটি শাড়ি বানিয়ে দাও"
বুঝেছি, কিছু না দিলে তুমি কিছুই দিতে চাও না
"বুঝেছ কচু!"
কেন?
"এই যে অফিস কামাই দিয়ে তোমার জন্য নকশী কাঁথা বুনবো
সে কারণে এই যে তোমার প্রেমের কথা ভাববো
এই তো তোমার বিনা শর্তের পাওনা"
তারপর? কাঁথা বোনা শেষ হয়ে গেলে কি করবো?
"পুরোনো কিছু ডায়রী দেখবো"?
কেন? সেখানে তো আমি তুমি একসাথে  নেই এক পাতাতেও
"তাতে কি? প্রেম তো ছিল"
হ্যা.... কিন্তু....
"কিন্তু কি? যখন তুমি ছিলে না তখন বুঝি আমার প্রেমের মন ছিল না?"
তা থাকবে না কেন?
তাহলে বলো তো কয়টা এরকম প্রেমের
সুতায় নকশী কাঁথা বুনেছ?
"একটাও না"
কেন?
"কারণ, সব প্রেমেই কি এমন করে
সুতোর সাথে সুতো জুড়ে
শ্বাস প্রশ্বাস ধরে ধরে
বুকের শূন্য কাঁথার প'রে
এমন নকশী আঁকতে পারে"?
ঠিক বলেছ, এখন আসলেই মনে হচ্ছে অফিস যাবো না
"কেন? কেন? হঠাত এতটা কঠিন কেন"?
কারণ মনে হচ্ছে আমার বুকেও এমন করে কেউ বুনছে যেন  
"ধুরো বোকা! ও নকশী কোথায়? বুকটা তোমার
আমার চোখের সুখের জলে সব ভিজানো
না বুঝলে বুঝিয়ে দিচ্ছি
আদর আদর ভাবের ঐ মুখটা আরো কাছে আনো
অফিস যে আজ আর যাওয়া হবে না বুঝাই গেছে
ভালই হলো, ৮টা ৫টা ফাঁসির থেকে
একদিন তো জীবন বাঁচে"!