কোন একদিন পাশে বসো, গল্প বলবো
“এক ছিল এক পৃথিবী
সেখানে ছিল সময়
আর ছিল আলিংগন নামের
দানাদার কিছু ইচ্ছে গুড়ি”
তারপর কি যেন হয় প্রতিবার
বৃষ্টিতে ধুয়ে যায় বসন্ত,
গল্প বলে ধবধবে এক সাদা বুড়ি
গায়ে তার সাদা কাপড়, হাত গলা সব খালি
পায়ে তার নিয়ম বেরী
তুমি আবার এলে, অন্য কোন গল্প বলবো
এই যেমন, এক ছিল এক সেই পৃথিবী
তার গিয়েছিল সবটাই চুরি।”
আসবে আবার?
অনেক কাছে বসত করার ইচ্ছে নিয়ে?  
ভয় করো না
সিন্দুকে আমার সব জমাই আছে
প্রতিশ্রুতির সব প্রহরী
জেগেই আছে, হাতে তাদের বর্শা ফলক
চোখে তাদের তীরের ক্ষিদে
ভয় করো না, আসবে আবার সুখের তিলক?
শীতল গালে অনড় হবো
বুঝবে না কেউ
সেই যে এক ছিল এক পৃথিবী
আলিঙ্গনের ইচ্ছে গুড়ি, সেই গুড়ো দিয়েই
অনড় হবো, ধনুক বাঁকে পুতুলপুরী
আসবে আবার?