বিভীষণের বিভীষিকার আগ্রাসনে
বিপ্রকর্ষ চিত্ত আমার সত্যের সন্ধানে ।
গণিকারা রূপের পশার সাজিয়ে
বসে থাকে রাস্তার সস্তা বাজারে ।
চোখের অশ্রু রক্ত জমাট বেঁধে
গুমরানোর শব্দ যায় শিৎকারের সাথে মিশে।
বিভূষণা গণিকার দেহের শিঞ্জনে
কম্পতি হয় আকাশ বাতাস রাত্রির নিস্তব্ধতা।
পথের ধারে তমিস্র রজনীতে
আকাশকে সাজিয়ে তারার আলোতে
বন্ধক রেখে জীবন নামক সম্বল,
ইটের বালিশ মাথায় রেখে অভুক্ত রাত্রি যাপন ।
রাত্রি ফুরায় তবুও জীবন বন্ধক থাকে
ক্ষুধার অস্তিত্বের কাছে।
সত্যের কুপ্পি নিভু নিভু করে
বিবেকের বিব্রত বিভাজনে,
পোকামাকড়ের সাথে ঘর বেঁধে
চলে মানবতার নিধন...।