শিউড়ে উঠি আমি বার বার
একী নিদারুণ সংগ্রাম?
গোলক ধাঁধাঁর ধুম্র জালের ফাঁদে
জীবন যেন আটকে আছে বহু বছর ধরে ,
বারংবার আমি চলছি একই পথ ধরে
যে পথ গেছে চলে, আবাও আমি  
সে পথেই আসি ফিরে ।
আলোর পরে আসে আঁধার  
আঁধারের পর আলো ,
জীবন আটকে আছে ঘূর্ণি ঝড়ের  
ঘূর্ণির ফাঁদে পড়ে ।
অদৃশ্য কোন এক গোলক ধাঁধাঁয় পড়ে
জীবনের বাঁকে বাঁকে
হোঁচট খেয়ে খেয়ে আবার ও আমি
ফিরে আসি সেই একই পথে ।
যে পথ ধরে আমি গেছি চলে
সে পথেই আসি ফিরে ........... ।