আমি সহজ কিছু বুঝিনা
আমি সহজ কিছু জানিনা
আমি সহজ কিছু দেখিনা
এই মগের মুল্লুকে ।
আমি লাশ দেখি
বস্তা বন্ধী
খণ্ডিত গলা পঁচা ।
আমি ধর্ষিতা নারীর চিৎকার শুনি
পাড়া মহল্লা ভরা ।
আমি কিশোরী মেয়ের
ঝলসানো রূপ দেখে
হই আতঙ্কিত ,
আমি রাস্তায় পরে থাকতে দেখি
গুলিতে ঝাঁঝরা দেহ ।
আমি সহজ রাস্তা চিনিনা
আমি সহজ ভাষা বুঝিনা
আমি সহজ কোন কথা শুনিনা
এই মগের মুল্লুকে ।
আমি আস্তিক দেখি
নাস্তিক দেখি
দেখি লগি বৈঠার যুদ্ধ ।
আমি টাকার পাহার
গড়তে দেখি,
দেখি গরিবের পেটে লাথ ।
আমি ভাষণ শুনি
গুলির শব্দ শুনি
বুঝিনা কোন কিছুই ।
আমি শ্রমিকের তাজা দেহ দেখি
ইট বালু আর সিমেন্টের
নিচে মিশে যেতে ।
আমি রাজা দেখি, রাজ্য দেখি
দেখিনা জনগন
ক্ষুধা দেখি , কান্না শুনি
শুনি হাহাকার ।
আমি সবই দেখি আবার
কিছুই দেখিনা
এই মগের মুল্লুকে।
আমি সহজ কিছু ভাবিনা
আমি সহজ কিছু চাইনা
আমি সহজ কিছু পাইনা
এই মগের মুল্লকে ।