অন্ধকার আকাশে বিজলির চাবুক চলে অনবরত
খনিকের জন্য দেখা দিয়ে আবার আঁধারে মিশে যায়।
বাতাসে ভেসে বেড়ায় দুটি মুক্ত বিহঙ্গ
উদ্দশ্যহীন ভাবে ডানা মেলে ঘর ছাড়া এলোমেলো,
আমি প্রশংসা করতে চাইনা এমন রাতের
যেখানে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে
ভোর হওয়া থেকে নিজেকে লুকিয়ে ফেলে।
পৃথিবীর পরতে পরতে ঘুণ পোকারা বাসা বেঁধেছে
এক প্রাচীন মজুদ থেকে যেন কিছু ঘুণ পোকার বীজ এনে
কেউ বোপন করে দিয়ে গেছে বহু যত্নে পৃথিবীর কানায় কানায়।
ভূমিকম্পে প্রতিধ্বনিত হয়ে, আগ্নেয়গিরির অগ্নিপাতের লাভার ছাই
হয়ে উড়ে যায় কুমারীর ঐ ভালবাসার তাজা অঙ্কুর।
কুমারীর গোলাপী ঠোঁটের প্রথম চুম্বনের মত
মধুর মজায় যেন মেতে ঘুণ পোকারা,
জেগে উঠে হাজার বছর ধরে লালিত হওয়া এক হিংস্র ক্ষুধায়।


১০/১০/২০১৪ইং
টোলামোর , আয়ারল্যান্ড।