যেখানে মোয়াজ্জেনের আযানের সুর পাখির গানের আগে ভেসে আসে
যেখানে মা, বাবা ফজরের নামাজ শেষে দু হাত তোলে মহান আল্লাহর কাছে
যেখানে রক্তিম লাল সূর্যটা সবুজের বুকে গেঁথে থাকে
যেখানে শিশির বিন্দু ঘাসের উপর বিছিয়ে থাকে মুক্তর মত করে
যেখানে কাক ডাকা ভোরে মার খোকা খোকা ডাকে খোকার ঘুম ভাঙ্গে
সে যে আমার সোনার বাংলা আমার জন্মভূমি ।
যেখানে আকাশে ভাসে শুভ্র মেঘের ভেলা
যেখানে ভরদুপুরে কৃষকেরা জুড়ায় হিয়া বটো বৃক্ষের ছায়ায়  
যেখানে রাখাল ছেলে বাজায় বাঁশি কি দারুণ যাদুর ছোঁয়ায়,  
যেখানে বৃষ্টি পরে অজানা ছন্দে
সে যে আমার রূপসি বাংলা আমার জন্মভূমি ।
যেখানে পদ্ম ফোটে পুকর পাড়ে  
যেখানে ইলিশ খেলে পদ্মার বুক চিরে  
যেখানে হাজার হাজার নদ নদী গিয়ে মিশে বঙ্গোপো সাগরের নীল জল রাশিতে
সেজে আমার শ্যামল বাংলা আমার জন্মভূমি ।