নীড় হারা এক পাখি উড়ে যায় দূরে  
সবুজে ঘেরা অজানা নির্জন অরণ্যে।
অরণ্য বিধ্বস্ত দীর্ণ কালোর বরেণ্যে
জ্যোৎস্না নির্বাসিত হেথা ভ্রমাত্মক শরে।
অরণ্যের রাত দিন মেঘের ধূসরে,
ছেয়ে আছে যে বিষাদ, অস্তিত্যের শূন্যে ।
আঁকা বাঁকা ঘোলা লোনা নদীর তারুণ্যে  
লেগেছে যৌবনে ভাটা কালো বালুচরে ।  


বিষাদের আঙ্গারের তাপে সূর্য পুড়ে,  
ছাই হয়ে উড়ে যায় সবুজের কোলে।
তড়িৎ ছেয়ে যায় বনে তারাদের ভিড়ে  
নিভু নিভু আলো জ্বেলে জোনাকিরা খেলে।
পিপীলিকার কথন বিমথিত হাড়ে
ধ্বংস হবে পাখি তুমি তড়িৎ ধুম্র জালে।


টোলামোর,আয়ারল্যান্ড
১২/০১/২০১৭ইং