যদি তুমি কভু চলে যাও বহুদূরে
মন দেয়ালের আগলানো সুখ ফেলে
বসে রবো প্রিয়ে নির্নিমেষ আগ্রহে
অপরাধবোধ পরাজয় গ্লানি নিয়ে


শুরু থেকে সব সাজানো হয় না সবার
ওঠাপড়া সব অসময় অভিঘাত
ভাঙ্গা-গড়া সব অন্তর্যামী জানে
ফিরতে চেয়েছি ঠিকঠাক প্রতিবার


বৃষ্টি দুপুরে একলা রেলিং ধরে
ভিঝতে চেয়েছি বনস্পতির মত
সাজাবো ভেবেছি বৃথাই আপন করে
বে-রোজগার কবিতার খাতা যত


কথা ছিলো কিছু অনন্য সুখ হবে
দুঃসাহসিক মরুযাত্রার পর
ভেবেছিল কে হেলায় যা হারাবে
গেথে নেব মালা একসাথে নির্ভর


তবু যদি তুমি পড়ে থাকো বহুদূরে
বোঝোনি আমায় এইটুকু জেনো নিজে
হিসেবের কড়ি বাঘে খায় ঘুরেফিরে
বুঝিনি আজও ভালোবাসা ঠিক কি যে...