এরচে ভাল ইংরেজ ছিল
ঝাপসা ছিলনা শত্রু কারা..!
সন্দেহ বিষ ঢুকিয়ে দিল
"মগজ ধোলাই" মন্ত্রে ওরা


লাশকাটা ঘর,কফিন জীবন
বিষে বিষে নীল তরতাজা মুখ
নিয়ন আলোর স্রোতের যাপন
ভুলিয়ে দিল শুদ্ধ সুখ


টিকে আছি এটা, ঠিক ঠিক জানি
বেঁচে আছি কিনা-অনিশ্চিত
বেঁচে থাকবার ফর্মুলা -'মানি'
ঘাসজমিতেই খুঁড়ছে ভিত


অনেক কথার ভিড়ের মাঝে
শ্রান্ত শরীর ক্লান্ত চোখ
দেশজননী ভিখারিনী সাজে
লুকোবে কোথায় হাহাকার শোক


গণতন্ত্রেই আঘাত যখন
মানবাধিকার 'খায় না মাথায়'
ন্যারেটিভ টাই বদলে গেলে
আগুন দিবি কোন ক্যাতায়


দেশভক্তি - ক্রিকেট মাঠেই..!
পাবলিক নাচে- উন্নয়ন
ক্যাডাররা সব চীয়ার-লিডার
গদি-মিডিয়ার ভাষণ শোন


খেঁউড়-কাব্যে বুদ্ধিজীবী
বিক্রীত সব বিকৃত মুখ
প্যানেল বাওয়াল সাঙ্গ হলে
বিশ্বমানব হবার সুখ


উলঙ্গ রাজের কাপড় গুলো
খুঁজবে কারা সৃষ্টিছাড়া
এরচে ভাল ইংরেজ ছিল
ঝাপসা ছিলনা শত্রু কারা..!