এই কষ্ট নিবেন? কষ্ট!
হাজার রকমের কষ্ট আছে আমার কাছে?
রঙিন কষ্ট, বর্ণিল কষ্ট, বেদনার কষ্ট, হাসির কষ্ট
নিবেন কষ্ট?
আরো অনেক কষ্ট আছে-
নীল কষ্ট, লাল কষ্ট, কালো কষ্ট
নিবেন?
জ্যান্ত লাশের কষ্ট, রক্তাক্ত দেহের কষ্ট,
আর্তনাদের কষ্ট, সুখের কষ্ট, নির্ঘুম রাত্রি যাপনের কষ্ট, প্রতিক্ষার প্রহর গোনার কষ্ট, দীর্ঘশ্বাসে চাঁপা ধোঁয়ার কুন্ডলীর কষ্ট, নিকোটিনে পোড়া দেহের কষ্ট, না পাওয়ার কষ্ট, ছেড়ে চলে যাবার কষ্ট।
আছে-
ভালোলাগার কষ্ট, ভালোবাসার কষ্ট।
চলে যাচ্ছেন কোথায়?
নিন না?


সবাই সুখের ভাগ নিতে ব্যস্ত
কিন্তু দুঃখের ভাগে আগ্রাহ্য।
জীবন খেলায় অনেকে হয়ত জিতে যায়,
সাজায় নতুন আশা, নতুন ভালোবাসা।
কিন্তু আমার মত কেউ হয়ত
কষ্টের ফেরিওয়ালা হয়ে
ভবঘুরে এদ্বারে ওদ্বারে ঘুরে বেড়ায়
একটু সুখে থাকার প্রত্যাশায়,
একটু ভালো থাকার আশায়।