অনেকদিন হলো-
কারো সাথে কোনো কথায়,
কাটাকাটি কিংবা ঝগড়া হয় না।
ঝগড়া শেষে সরি বলাও হয় না।


অনেকদিন হলো-
কেউ কোনো প্রকার,
মান-অভিমান করে না।
মান ভাঙ্গানোর জন্য
জেদ করে বসেও থাকা হয় না।


অনেকদিন হলো-
কেউ আর বকা শুনায় না।
ভুল করলে চোখে আঙ্গুল দিয়ে,
কেউ ভুলটা ধরিয়েও দেয় না।


অনেকদিন হলো-
কারো ভালোবাসাটাও পাইনা।
কেউ আর নিয়ম করে
আমার খেয়ালও নেয় না।


অনেকদিন হলো-
কারো কোনো স্পর্শ পাই না।
কেউ আর আমার ব্যাথায়
কাতরায়ও না।


অনেকদিন হলো-
কারো সাথে কোনো কথা হয় না।
রাত জেগে আর কথাও হয় না।


অনেকদিন হলো-
কোথাও ঘুরতে যাইনা।
কারো সাথে আর রিকশাতে
চাপাচাপি করে বসাও হয় না।


অনেকদিন হলো-
একসাথে দু'জনে চা খাই না।
কারো চায়ের চুমুকে
ভালালাগা খু্ঁজে পাই না।


অনেকদিন হলো-
কোথাও দু'জনে বসে ফুচকা খাই না।
ঝালের অনুভূতি কেমন তা আর
উপলব্ধি করা হয় না।


অনেকদিন হলো-
তোমার কোনো দেখা পাই না।
কেমন আছো তুমি?
তা জানা হয় না!