কখনো পুকুর পাড়ে
কখনোবা নদীর তীরে।
কখনো সাগর জলে
কখনো মেঘের কোলে।
কখনো পাহাড়ের চূড়ায়
কখনোবা ঝর্ণা ধারায়।
স্বপ্নে ভাসি তুমি আমি।


কখনো রাস্তার মোড়ে
কখনো মানুষের ভিড়ে।
কখনোবা রিকশায়
কখনো ডিঙি নৌকায়।
কখনো চাঁদে
কখনোবা ছাদে।
স্বপ্নে ভাসি তুমি আমি।


কখনো মাঠে
কখনো ঘাটে।
কখনো কাঁশবনে
কখনোবা দোকানে।
কখনো পার্কে
কখনোবা সপিংমলে।
স্বপ্নে ভাসি তুমি আমি।


কখনো হাঁটি
কখনো বসি।
কখনো রেস্তোরায়
কখনোবা বটতলায়।
কখনো অচিনপুরেতে
কখনোবা স্বপ্নপুরীতে।
স্বপ্নে ভাসি তুমি আমি।