তুমি হবে নদী
আমি হবো ঢেউ
খেয়া তরী বেয়ে যাবো
যেদিক দু'চোখ যায় চল।


তুমি হবে বটবৃক্ষ
আমি হবো লতা
কানে কানে বলবো
মনের যত কথা।


তুমি হবে ফুল
আমি হবো প্রজাপতি
ভালোবাসি বলতে
করবো নাকো ভুল।


তুমি হবে পাখি
আমি হবো আকাশ
ডানা মেলে উড়বে
দেখবে দুটি আঁখি।


তুমি হবে কাঁশবন
আমি হবো শরৎ
শুভ্র বিকেলে নদীর কূলে
দুলবো দুজন।


তুমি হবে মেঘ
আমি হবো বৃষ্টি
দুজনে মিলে করবো
যত নতুন কিছুু সৃষ্টি।


তুমি হবে শিউলী
আমি হবো বেলী
মালা গেঁথে
গলেতে দেব তুলি।


তুমি হবে ঘুড়ি
আমি হবো পবন
সারাবিকেল হবে আমাদের
আকাশে উড়োউড়ি।


তুমি হবে সাগর
আমি হবো জল
তুমি আর আমি মিলে দুজন
দেখবো মেঘের দল।