শিরদাঁড়া বেয়ে যেন ঠাণ্ডা একটা অনুভূতি ঘুরঘুর করছে।
জানিনে কি সে চায়-
জানিনে সে ত্রুটি কোনো পেয়েছে কি মোর অভিধায়!


মুক্তি চাই নে, তা তো নয়-
তবু মনে কেন এতো ভয়?
চাই এই বোঝা শিরদাঁড়া ছেড়ে হাওয়ায় মিলাক, তবু,
মনে ভাবি, যদি হয়ে যাই একা কভু?
সহসা পবন গুঞ্জনে হেসে কানে কানে যায় বলে-
একা-ই তো তুমি, চিহ্ন খচিত দেখো না কি করতলে?