“আমার সত্য যতো”
স্বাগতা


যখন নিস্তব্ধতা কানে বাজে,
হৃৎপিণ্ডের ধক ধক চলে
শরীরের বাইরে-
আর বসন্ত সময় দগ্ধ হয়
কালবৈশাখীর মাতমে!
তখন জেনো,


আমার সত্যগুলো
তোলা আছে সিন্দুকে,
কোনও ডুবে যাওয়া
জলদস্যুর জাহাজে
বীভৎস মূল্যবান লুটের মাঝে।।