“সেদিনও তোমার প্রতীক্ষায় থাকবো”
স্বাগতা সাঈদ


একদিন একটা পুরনো মহলে
আমি তোমার অপেক্ষায় থাকবো।
ছোট একটা বাতি নিয়ে,
অল্প একটু ছায়ায় গুটিয়ে,
আধো অবগুণ্ঠনে কুণ্ঠিত!
তোমার জন্য অপেক্ষা করবো।


সেদিন খুব ঝড় থাকবে!
দেয়াল বাওয়া শ্যাওলা লতা ভিজিয়ে
ঝুম বৃষ্টির আড়ালে
একটা একটা প্রহর গুনবো...
ইতিহাস থেকে আসা
কতজন হুড়োহুড়ি করে
পাল্লাবিহীন খিড়কী লাগাতে ছুটবে এদিক ওদিক-
দুলে যাবে পুরনো লন্ঠনের ছায়া...
আমি ঠিইক ওইটুকুন বাতিটাকে
বুকের ওমে জিইয়ে রাখবো!


আমার নাকের নথ দুলিয়ে
বেদম বাতাস এক নিঃশ্বাসে
বলে যাবে সেও ছিল---
সেও ছিল প্রতিদ্বন্দ্বী তোমার!
আমার পিয়াসী।
অনেক পুরনো আবছায়া হাসি
খিলখিলিয়ে উঠবে
আমায় জব্দ করে...
তুমি আসবে জেনে
আমি আরও একটু শুধু লাজুক হবো!


আমার নূপুরের রিনিঝিনি লুকিয়ে
আমি শুধু তোমার
পায়ের ধ্বনির আশায়,
আকাশকে বলবো চুপ করতে!
রোমে রোমে লাজুক প্রত্যাশাতে
বারে বারে শিউরে যাবো---
আর বাঁ হাতের তালুর আড়াল দিয়ে
বাতিটাকে খুব যত্নে রাখবো!


তুমি জেনো!
দেখো তুমি!
সজ্জাবিহীন সেই পুরনো মহল আগলে---
কোনও ভিন্ন সময়ে...
এই অভিন্ন পরিচয়ে,
আমি আবার তোমার হবো।


সেদিনও তোমার প্রতীক্ষায় থাকবো।।