নিয়ন্ত্রণ করো তোমার কু-সত্তাকে,
নিজ ভিতর সুংজ্জিত যে কু-মন
প্রভাবিত করে তোমায় অন্ধ করে।
সাপের গর্ত থেকে সর্প বের হলেই
ধ্বংস করে মানুষকে।
দমন করো তোমার গর্তের সেই
বিষাক্ত সর্পকে।

যে নিয়ন্ত্রণ করেছে তার নফসকে
সে পেয়েছে দুনিয়ায় উচ্চ ললাটের স্বাদ।
তুমি তোমার বড় শয়তান,
যে অজান্তে বশ করে নিজ আত্মাকে।
যে দমন করেছে নিজ শয়তানকে
সে হারিয়েছে আজাজিলকে।