আমি আবার ভিজলাম
                                  শ্যামা
বৃষ্টিমান ভিজছি,
একথালা ভাতের মত আলো দেখিনি কত-চোখ
অন্ধকার কামড়ে ধরেছে মাটির খনিজ কোমর
চাঁদের নোখ
নক্ষত্রজ খোলস
সাদা জামার মেঘ
এই সামান্য ছিদ্রাবলীই যা ভরসা
কালো-মানসী যোনির আকুতির আকারে হেলে   গেছে রাত্রি
নৌকার তলপেট চেটে খাচ্ছে জলের মানুষ
নদীর গর্ভগতি থেকে সদ্য এক সকাল-
আমার জানলার সুরক্ষা ধরে দাঁড়িয়ে
পরিযায়ী অন্ধকার বুকের ভিতর গুছিয়ে নিচ্ছে এলোচুল
এক্কাপ চায়ের কুয়াশায় মেঘলা মিছিল
আমি আবার ভিজলাম
একটু দূরে-
পৃথিবী মুখ ধুয়ে রোদ পাঠাচ্ছে ঘরে ঘরে
দূরত্বে ক্ষয় হয়ে যাচ্ছে সূর্যের সালোকসংশ্লেষ !!