আড়াই ঘন্টা
          শ্যামা প্রসাদ ঘোষ


কয়েকটা বট,অশ্বত্থ,খেজুর ও প্রাচীন হরিমন্দির
তালপাতার ঘরে দাঁড়িয়ে  শ্মশান কালী
কতক গুলো মুখ,মুখ বাড়িয়ে দীর্ঘশ্বাস
কতকগুলো কুকুর-প্রতীক্ষার চোখে পোড়া মাংস
নীল ধোঁয়া উদ্ধশ্বাসে আকাশে উঠতে উঠতে
ছড়িয়ে দিল স্বর্গ সিড়ি,পৌছে গেল দেবতার বাড়ি
কয়লা গুলো জ্বলছিল সাপের জিবের মত
কয়েকটা তেঁতুল কাঠ বাড়িয়ে  দিল সাহায্যের হাত
আর কতক্ষণ হাঁক দিল হারু
সত্য বলল সেলাইনটা না টানলে এতক্ষণ হয়ে যেত
পোড়া হাত গুলো হাত বাড়িয়ে বলছিল-
একটু ধর একবার উঠি,একবার দেখি পূজাকে
লাল চোখ চেলিয়ে সত্য মারল দুম!
পূজা চিৎকার করে বলল-মেরো না আর মেরো না
পূজা আঁচলে মুখ লুকিয়ে বলল-মা বাবাকে মারছে কেন
ও কাকু বাবাকে একবার উঠতে বল!
সত্য আগুনটা উসকে দিয়ে বলল-আড়াই ঘন্টা হল!
পঁয়ত্রিশ বছর পুড়তে সময় লাগল আড়াই ঘন্টা
আর যে টুকু বাকি আছে ওটা _______
যে স্বপ্নগুলো যে ভালোবাসাগুলো কাঁচা  ছিল
তারা আগুনে ঝলসে গেল,নিয়ে গেল পূজার মা
চোখের জল চুঁইয়ে পরা বন্ধ হয়েছিল তখন
শুধু ভবিষ্যতের মেঘ গুলো পোড়া মুুখে দিচ্ছিল হনু ঝাঁপ
লিখব না ভেবেছিলাম তবু লিখছি-
কুকুর গুলোর পেট ভরেনি,দুচোখে শ্মশান আগুন খিদে
আবার প্রতীক্ষায়,শুধু প্রতীক্ষায়,অলস প্রতীক্ষায় !
প্রতীক্ষার দিন-মাস-বছর আমাদের পৃথিবী দেখায়
পাটিগণিতের পৃথিবী আমাদের প্রতীক্ষায় !!