বাসি কল্পনা
                 শ্যামা প্রসাদ ঘোষ


কাকের মুখের মত অন্ধকারে ঢেকে গেছি আমি
শিমুল তুলোর সকাল মাখা হলো না তো আর
জানি আমার রক্ত এখন ও বাসি গোলাপের মত লাল
শুধু লাল ই নয়,তাতে প্রেমের পোড়া পোড়া গন্ধ
তবু তোমার নুপুরের নিশানায় আহত হব বলে
কয়েক দশক ধরে বেঁচে আছি আমি গোপনে
তোমার কাজলের কোকিল কই বলার অপেক্ষায়
ডাল বাড়িয়ে অপেক্ষা করছি আমি তোমার কাননে
এখনও আমার মনে দিনরাত আমাকেই বেচাকেনা  
সব জটিলতা ভুলে প্রেম খোঁজে আমার বাসি কল্পনা !!