ব্ল্যাকবোর্ড
       শ্যামা প্রসাদ ঘোষ


বোর্ড বলল-এই চক লেখত ক আমার বুকে
চক বলল লিখছি
লেখত খ আমার মুখে
চক বলল লিখছি সোনা লিখছি
এবার লেখত দেখি চোখজুড়িয়ে-ভালোবাসি
চক বলল খবরদার ও কথা মুখে আনবি না সর্বনাশী!
আরে সত্যি করে বলছি নাকি,মন গুছিয়ে মিছি     মিছি!
একবার বল মিথ্যে মেখে আমার সর্বনাশী
চক বলল রাগ করলি- এই ধরলাম কান
বোর্ড বলল কালো মেয়ের আবার রাগ কিসের
কালো মেয়ে কালো মেঘ কাঁদতে শেখাই ভালো
কালো মেয়ে চিতায় উঠলেও শ্মশান বন্ধুরা বলে
মেয়েটা মিশুকে ছিল-কী দারুণ পুড়ল বলো!
শ্মশান আগুনে শুদ্ধ হয় সমাজ নামক শকুনটা
রঙের সভ্যতার সাম্রাজ্য বাড়ে দিন দিন
আমার মত সর্বনাশীরা অপেক্ষা করে কবে হবে সকাল !
ভেজা ভেজা শব্দে চক বলল আর কী লিখব বল
বোর্ড বলল লিখতে হবে না,তাকিয়ে থাক আমার দিকে
যেমন ভাবে পাড়ের মাটি মুক্তি খোঁজে নদীর বুকে
থই থই নদীর জল পাড়কে দেখে পানসি চোখে
চক বলল বেশ!!