ছাদের কথা
                শ্যামা প্রসাদ ঘোষ


খোলা ছাদে একলা বসে আমি আমার গ্রাম
চারিদিকে চেয়ে দেখি বিনম্র বাতাসের বিশ্রাম
ফুলের গন্ধ ফুলকে ছেড়ে বসল কাছে ঘেঁষে
চাঁদের হাসি পড়ল খসে আমায় ভালোবেসে
প্রজাপতি পথ হারিয়ে পরিচয় গেছে ভুলে
ফিসফিসিয়ে এই কথাটা বলছে ফুলে ফুলে
দেখি,  তারার চোখে আকাশের আনাগোনা
চাঁদের আলো মাখবে বলে মেঘ করেছে দেনা
টবের গোলাপ পান খেয়েছে মুখ করেছে লাল
রজনীগন্ধা ফুটবে বলে লিখছে খাতায় সাল
ছাদের সবুজ এমন অবুঝ শোনে নাকো মানা
গাছগুলো সব খাচ্ছে বসে দিনের বাসি রান্না
বৃষ্টি গুলো পড়ছে ভয়ে লাগবে বলে-টুপ
সন্ধ্যা প্রদীপ নিভল বলে রাগ করেছে ধূপ !!