ছায়া
                          শ্যামা প্রসাদ ঘোষ
তোমাকে ছাড়াই রয়ে গেছে কিছু ছায়া,ছায়া সুমনা!
ওরা থাক,বেড়ে উঠুক আমার নিঃসঙ্গতার প্রবাহে!
তোমার প্রতিষ্ঠিত সংসারে জায়গায় বা কতোটুকু-
ডাইনে বাতাস দুদণ্ড দাঁড়ালে,বিলাতি কুকুর কামড়ায়!
জানি,ফ্ল্যাটের জীবন মানে-টুকলি পাশের মিষ্টি মুখ-
তবু কমবেশি তো পড়তেই হয়,অন্তত দেওয়াল লিখন টুকু!
জানো,তোমার স্নাতক সহিষ্ণু ছায়া বলেছে আমাকে -
বার্ধক্য আসতেই দেবে না আমার- ইন্দিরা আবাসে!
পাগল,বড্ড পাগল,তোমার মোম মুখো মাদুলির মত!
জিদ,ওরা যাবেও না,মানবেও না পরপুরুষ তত্ত্ব
যেখান থেকে আজও তুমি বেরিয়ে আসতে পারোনি
আচ্ছা,আয়নার দোল খাওয়া লাল সিঁথি তোমাকে শাসায়?
না কী,ন্যাপথলিন মাখা সুতো আটকায় তোমার পথ?
জানিও,সমাধান তো একটা বের করতেই হয়-
এভাবে কতদিন-শূন্য দিয়ে অঙ্ক কষা  যায়!!