ইচ্ছে আমি
                শ্যামা প্রসাদ ঘোষ


ইচ্ছে ছিল তোর সঙ্গে ঘর বাঁধব
একবাটি সুখ,একথালা দুঃখ মেখে খাব
ইচ্ছে ছিল তোর সঙ্গে ঘর বাঁধব
সন্ধ্যাকাশে মুখ উঁচিয়ে তুই বলবি একুশ,
আমি বলব বাইশ,তুই বলবি একাশি,
আমি বলব হেরে গেছি,হেরে গেছি !
ইচ্ছে ছিল তোর সঙ্গে ঘর বাঁধব
মাটির ঘরে মাটির মতন গড়ব তোকে,
দুঃখ সুখে নিরুত্তর,তোর প্রতিটি অঙ্গে-
আমার আদর,মনোঃ রঙে রাঙিয়ে দিয়ে-
বলব তোকে,একবার আইনা নিয়ে দেখ।


ইচ্ছে ছিল তোর সঙ্গে ঘর বাঁধব
অন্ধকারে তুই দেখবি,আমি দেখব তোকে!
তুই কাঁদবি আনন্দে, আমি দেখব তোকে!
তুই মুছবি আমার চোখ,আমি দেখব তোকে!
ইচ্ছা হল, ইচ্ছা গুলোকে মেরেই ফেলি-
            না থাক, তুই যখন চলেই গেলি
সুখের সেতারে সুর তুলতে,তখন ওদর কী দোষ!
ওরা থাক আমার ভাঙা হারমোনিয়ামে,
আমার ভাঙা জীবনানন্দে!!