কিছু হাসি
                   শ্যামা প্রসাদ ঘোষ
হ্যা-গো,তোমার সেই হাসিটা আছে?
পাকা ধান বা গমের আগমনি হাসি নয়,
ডিমের আগে খড়কুটো মুখে প্রস্তুতি হাসিও নয়,
কোজাগরি জ্যোৎস্নার জ্বলন্ত বক্ষে টকুয়ের কোনার মত অসাবধানতার নির্মিত আড়ালের সরু স্বাচ্ছন্দ্য হতে পারে!
সে যায় হোক,আমার কথা হল ওটাকে বাঁচিয়ে রেখো!
আজও মনে হয়,ওখানেই কিছু আটকে আছে আমার
সেটা যে কী বা কী যে সেটা-বলার লিপি মুদ্রিত হয়নি!
এ সমস্যা পাহাড়ে গেলেও ,--সমুদ্রে !
কিছু বোধ উঃ বুদ্ধিহীন,শূন্যের ভিতরেও সাহস দেখায় !
লাভের লাভ কিছুই হয় না,স্মৃতিতে স্নেহ পদার্থ বাড়ে !
শেষ বারের মত বলছি,ওটাকে রেখো নাগালের বাইরে, কল্পনাবিলাশ  চরাচরে !
আগামি প্রজন্মের জন্য ওটা থাক!
কী জানি তখন ফুল ফুটবে কিনা?
নাইবা ফুটুক,ওটা-তো থাকলো-!