শীতকাল
                         শ্যামা
আমি শীতকাল
অসুস্থ আঁধারের সুখ
বুকের পাথরে বয়স্ক বরফ
তেঁতো রঙের পৌষালি পোড়া মেঘ
আমার গায়ে বৃষ্টি শুকোচ্ছে বিষন্ন দিন
কবেকার খোলা চুলে গড়িয়ে যাচ্ছে জীবিত গন্ধ
অবহার রঙের জীবন  
দাঁতে কাটা আকাশ


মৌনতায় কাঁপছে শ্মশানের সুঠাম আগুন
কানের পাশে মৃত্যু তুলছে কিনারা ভাঙা ফুল
তুমি কত দূরে উত্তর খুঁজছে দুর্বল কফ সিরাপ
অপেক্ষার পিছনে আঁকছি তোমার রোদ
যে কষ্ট গুলো ময়লা ওখানে মুছচি আমার ঘাম
আমি শীতকাল
তোমার অব্যবহৃত তলপেটের শ্যাম বর্ণ তিল
সামান্য সংসারের আড়ালে গর্হিত জ্বর