টুকরো টুকরো মানুষ
                  শ্যামা
প্ল্যাটফর্মের টুকরো টুকরো মানুষ গুলোকে
অঞ্জলি দিলাম আমার বদ্বীপ রাত
বুকের বাঁ-দিকে ধমনীধর নীল হয়ে জ্বলছে
আমাকে শান্তনা দিচ্ছে.....মাটির বীজ


হাইড্রেনটার আ্যালবামে বসলাম
অচেনা জলের আলোচনায় শোভা পাচ্ছে কঞ্চি-রোদ
একটি বেবিফুডের প্যাকেট জলের গর্তে ডুবে গেল
আমার ছায়া ধরে টানছে একটি গানের জল


ফাঁকা ট্রেনটিতে বসে আছে সময়
পায়ের তলায় জলের কুঁড়ি
লোহাটে ধুলো


টুকরো মানুষ গুলোকে অনুবাদ করছে রেলের সার্চ লাইট
সাদা আলোর ঔদ্ধত্যকে হারিয়ে দিচ্ছে একটি কাক


জীবনের বানান ভুল----
রাতের ছায়ায় পৃথিবীটা নামতার মত পড়তে পড়তে
ঘুমিয়ে গেল হৃদয় হকার !!