জঙ্গলের মধ্যে এক নিমগাছ ছিল
শিল্পীর হাতে পরে সে জগন্নাথ হলো।
সর্ব্বদাই মনে মোর জাগে সংশ্রয়
কে প্রভু জগন্নাথ? নাঐ নিমকাঠ হয়।


শিল্পী বলে নিমকাঠ মোর সৃষ্টির আধার
প্রভু বলে এই সংসার সৃষ্টি যে আমার।
নিমকাঠ বলে জগন্নাথ আমি হই
প্রভু বলে সকল বস্তুতে আমি রই।


যার মধ্যে এতটুকু প্রাণের সন্চার
তার মধ্যে থাকে প্রভু হইয়া আধার।
এমন কি নির্জীব যত বস্তু আছে
নির্গুণ রুপেতে প্রভু সেথায় বিরাজে।


মন্দিরেতে সদা প্রভু আছে বিদ‍্যমান
সেথা ছাড়া নেই প্রভু আছে কি প্রমাণ।
মন্দিরেতে যাওয়া শুধু মনের প্রশান্তি
ঘরেতে বসিয়া ডাকলে পাবে বড় শান্তি।


সর্ব্বত্র আছেন তিনি হয়ে সর্ব্বময়
করিলে বিস্বাস তুমি পাইবে নিশচয়।